
নিজস্ব প্রতিনিধি: আমন্ত্রণ পেলেও রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাবে না সিপিআইএম। মঙ্গলবার বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। প্রসঙ্গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিপিআইএম-এর সাধারণ সম্পাদকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু পলিটব্যুরোর সিদ্ধান্ত উদ্ধোধনে যাবেন না সীতারাম ইয়েচুরি। এবিষয়ে পলিট ব্যুরোর অভিমত, সিপিআই(এম) সব ধর্মকে সম্মানের চোখে দেখে প্রত্যেকের বিশ্বাসকে সুরক্ষিত রাখার নীতি নিয়ে চলে। পলিট ব্যুরো বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক যে আরএসএস এবং বিজেপি একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় মদতপুষ্ট কর্মসূচিতে পরিনত করেছে। ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। রাজনৈতিক ফায়দার জন্য ধর্মকে ব্যবহার করা অনুচিত।