
সঞ্জয় রায় চৌধুরী: লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক রদবদলের কাজ সারল বিজেপি। ৫ টি জোন,বিভাগ ও মোর্চাতে ঘর গুছিয়ে নিল। পরিবর্তন করা হল দলের গণতন্ত্রেও। তৈরি করা হল যুব মোর্চার ইনচার্জ পদ। বর্তমানে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ,তার মাথায় বসানো হল বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। ২০২৪ এ লোকসভা নির্বাচন। সব রাজনৈতিক দলই ব্যস্ত ঘর গোছানোয়। এবার সংগঠন সাজানোর কাজ শুরু করে দিল বঙ্গ বিজেপি। সাংগঠনিক বোঝাপড়া ঠিক না থাকলে সমস্যায় পড়তে হয়। এই আদ্যোপান্ত কথাকে গুরুত্ব দিয়ে ৫ টি জোন, বিভাগ ও মোর্চা ইনচার্জ পদ গুছিয়ে নিল। বিজেপির তরফে যে তালিকা দেওয়া হয়েছে সেখানে ৫ টি জোন উত্তরবঙ্গ,নবদ্বীপ, কলকাতা,হাওড়া-হুগলী- মেদিনীপুর ও রায় বাংলার কনভেনরের দায়িত্বে যথাক্রমে দীপক বর্মন, সঞ্জয় সিং,অগ্নিমিত্রা পাল,জ্যোতিময় সিং মাহাত ও লকেট চট্টোপাধ্যায়কে। তবে উল্লেখযোগ্য বিষয় যুব মোর্চার দায়িত্বে নতুন মুখ। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ- র ওপর ইনচার্জ করা হল হিরণ চট্টোপাধ্যায়কে। হিরণ খড়্গপুর সদরের বিধায়ক। মাঝে তার দলবদলের জল্পনাও তৈরি হয়েছিল। অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে এক ছবি সামনে আসে যদিও জল্পনা উড়িয়ে দেন হিরণ। বিধাসভাতেও সুবক্তা বলে পরিচিত খড়্গপুর সদরের এই অভিনেতা বিধায়ক। তালিকা অনুসারে মহিলা মোর্চার দায়িত্বে পারমিতা দত্ত,কিষান মোর্চার দায়িত্বে শ্যামচাঁদ ঘোষ,এসসি, এসটি ওবিসি মোর্চার ইনচার্জ যথাক্রমে রথীন ঘোষ,খুদিরাম টুডু,মনোজ পান্ডে। মাইনরিটি মোর্চা দেওয়া হয়েছে মাফুজা খাতুনের হাতে।