
গোপাল শীল ,দক্ষিণ চব্বিশ পরগনা:
দুর্গাপূজার আর্থিক সাহায্য নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে দিলীপ ঘোষের সামনে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ । স্থানীয় সূত্রে জানা গেছে মগরাহাট পূর্ব বিধানসভার ধামুয়া এলাকার একটি গেস্ট হাউসে বিজয়া সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়ই জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। তাঁর সঙ্গে কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। দুর্নীতির অভিযোগ তুলে জেলা সভাপতিকে বহিস্কারের আওয়াজ তোলেন তাঁরা। পরে জেলা সভাপতিকে অনুষ্ঠানে ঢোকানো হয়৷