
বুরো রিপোর্ট: গরম শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের আকাল দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের মুখোমুখি হতে হয়েছে আমজনতাকে। বিধানসভায় নিজের বিধানসভা এলাকায় লোডশেডিংয়ের সমস্যা তুলেছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। উত্তর যথাযথ পান নি বলে ক্ষোভ প্রকাশও করেন। যদি শাসকদলের তরফে সেই অভিযোগ মানতে নারাজ। পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে বলেই দাবি তাদের। এমত অবস্থায় এবার বিদ্যুৎ বন্টন অফিসে ধর্ণার হুশিয়ারি বিরোধী দলনেতার। সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারীর পোস্টে উল্লেখ করা হয়েছে, দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লায় জোগান দিতে পারছে না,দুদিনে সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ বন্টন সংস্থার সামনে ধর্ণায় বসা হবে।