
প্রতীতি ঘোষ, টিটাগর: মোদীজীর গ্যারান্টির ওপর মানুষের বিশ্বাস আছে। তাই এবারের নির্বাচনে বিজেপি জিতবে, টিটাগড়ে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুক্রবার সকালে টিটাগরে ভোট প্রচার করলেন প্রার্থী অর্জুন সিং। প্রথমে টিটাগড় ব্রহ্মস্থানে পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তিনি । তারপর টিটাগড়ের পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অর্জুন। এরপর বউ বাজার, স্টেশন বাজার, স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে কেলভিন লাইন সহ বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করে প্রচার করেন তিনি। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রচারে বেশ ভালোই সারা মিলছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। মানুষের মোদীজির গ্যারান্টির উপর বিশ্বাস আছে, তাই এবারেও বিজেপির জয় নিশ্চিত।