
সোমনাথ মুখোপাধ্যায়ঃ লোকসভা ভোটকে মাথায় রেখে বিজেপির কেন্দ্রীয় কর্মসমিতিতে রদবদল হয়েছে শনিবারই। কেন্দ্রীয় কর্মসমিতি থেকে বাদ গেছেন বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি দিলীপ ঘোষ। সাধারণ সম্পাদক পদ থেকে বাদ গিয়েছেন সুনীল দেওধর। কর্মসমিতিতে এসেছে একাধিক নতুন মুখ। বিজেপি সূত্রে খবর এবার রদবদল হতে চলেছে বঙ্গ বিজেপিতে।
সূত্রের খবর, পদ্ম শিবিরের রাজ্য কমিটিতে খুব বড় কিছু রদবদল হওয়ার সম্ভাবনা কম। তবে একাধিক জেলাতে সভাপতি বদল হবার প্রবল সম্ভাবনা। মণ্ডল স্তরের সংগঠনেও রদবদলের সম্ভাবনা রয়েছে, বলে ৬ নম্বর মুরলীধর সেন লেন সূত্রে খবর। ইতিমধ্যে রবিবার জেলা স্তরের রদবদল নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব আলোচনা সেরে ফেলেছে।
সাংগঠনিক জেলা কলকাতা দক্ষিণকে ভাগ করে যাদবপুর লোকসভা এলাকাকে নতুন সাংগঠনিক জেলা হিসাবে ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। দু একদিনের মধ্যেই যাদবপুর জেলার জন্য নতুন কমিটিও ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।
নতুন কমিটি কি হবে! তা নিয়ে রবিবার দলের সল্টলেকের দফতরে বৈঠকে বসেছিলেন বিজেপির বঙ্গের পদ্ম নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় প্রতিনিধি সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া। বৈঠকে ছিলেন, সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সূত্রের খবর, বৈঠকে জেলা ধরেও পঞ্চায়েতের ফল বিশ্লেষণ করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে দলের নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেক জেলাতেই সভাপতিকে নিয়ে দলের মধ্যে নানা অভিযোগ আছে। যার প্রভাব পঞ্চায়েত ভোটে পড়েছে বলে মনে করছেন রাজ্য নেতারা।
সূত্রের খবর, যে যে জেলায় সভাপতি বদলের কথা ভাবা হয়েছে সেখানে পরিবর্তদের নাম নিয়েও বৈঠকে আলোচনা হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। কোন কোন জেলায় সভাপতি বদল হবে! তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।