
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে ধামাখালিতে নতুন করে ১৪৪ ধারার কারণ দেখিয়ে তাঁকে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন আরও ৪ বিজেপি বিধায়ক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় দায়িত্বে ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আইপিএস জসপ্রীত সিং। সন্দেশখালিতে প্রবেশ করতে না দেওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বিরোধী দলনেতার। সেই সময় হটাৎই দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক জসপ্রীত সিং লক্ষ্য করে খালিস্তানি বলার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকরদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষেরা। পাশাপাশি বিক্ষোভ মঞ্চ তৈরি হয়, এই বিষয়ে প্রধানমন্ত্রী ও দেশের স্বারষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলছেন তাঁরা।
রাজ্যবিজেপি সদর দফতরের বাইরে বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা রাহুল সিনহা তাঁদের সঙ্গে কথা বলেন ও ক্ষমা চাইতেও দেখা যায়।
বিজেপি সদর দফতরের বাইরে বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যসভার বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য জানিয়েছেন প্রত্যকেরে বিক্ষোভ করার অধিকার রয়েছে, তবে শুভেন্দু অধিকারী এই ধরনের কোন মন্তব্য করেননি বলে দাবি তাঁর
এদিন শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে প্রবেশ করতে পারলেও, খালিস্তানি ইস্যুতে রাজ্য বিজেপি সদর দফতরের বাইরে আঁচড়ে পড়ল বিক্ষোভের আঁচ।