
নিজস্ব প্রতিনিধিঃ বাংলা সহ বিভিন্ন রাজ্যে ভোট গ্রহণ হবে ৮ দফায়। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ১লা এপ্রিল থেকে। চলবে ১৯ শে এপ্রিল পর্যন্ত। ভোট গণনা হবার প্রবল সম্ভাবনা ২৩ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন বলে জানা গিয়েছে।
লোকসভা ভোটের ঢাকে কাঠি পরে গেছে। রবিবার শহরে পা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথমে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং তার পরে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। সূত্রের খবর, সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। তারপর দিল্লি ফিরে গিয়ে লোকসভা ভোট ঘোষণার প্রস্তুতি নেবে কমিশন।
সূত্রের খবর আগামী ১২ মার্চ লোকসভা ভোট দিনক্ষণ ঘোষণা হবার প্রবল সম্ভাবনা। সূত্রে আরও জানা গিয়েছে, ১৮ মার্চ থেকে শুরু হবে মনোনয়নপত্র দাখিলের কাজ। মনোনয়নপত্র প্রত্যাখ্যানের শেষ তারিখ ২৮ মার্চ। ভোট প্রক্রিয়া শুরু হবে ১লা এপ্রিল থেকে। চলবে ১৯ শে এপ্রিল পর্যন্ত। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও বাংলায় ভোট হবে ৮ দাফায়। বিহার সহ অন্যান্য বড় রাজ্যগুলিতে ৫ থেকে ৬ দফায় ভোট গ্রহণ হবে বলে সূত্রের খবর। ভোট গণনা হবার প্রবল সম্ভাবনা ২৩ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন বলে জানা গিয়েছে।