
সঞ্জয় রায়চৌধুরি, ওঙ্কার বাংলা: রাজ্য বিজেপির জন্য খারাপ খবর। বাংলায় দলের সমস্ত পদের জন্য নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। এর ফলে বিপাকে পড়লেন বঙ্গ বিজেপির নেতারা। বুধবার রাতে দিল্লি থেকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে রাজ্যে। সেই নির্দেশিকায় বলা হয়েছে বুথ, মন্ডল, এবং জেলা সভাপতি নির্বাচন আপাতত স্থগিত। এমনকী যেসব জায়গায় নির্বাচন হয়েছিল, তার ফলাফলও বাতিল করা হয়েছে।
সূত্রের খবর, সংগঠনের মধ্যে যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সঙ্গে উঠেছে দুর্নীতির অভিযোগ। যার জেরে সমস্ত ধরণের নির্বাচন বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনে এমন ঘটনা কবে ঘটেছে তা মনে করতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। এটি বিরল ঘটনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে আস্থা রাখতে পারছে না, তা এই ঘটনায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের এমন সিদ্ধান্তে জেলার প্রত্যন্ত অঞ্চলে গেরুয়া শিবিরের কর্মীরা বেশ উৎসাহিত বলে শোনা যাচ্ছে। নতুন করে বিজেপির অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে।