
অরিন্দম হরিঃ বসিরহাট, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জালি হিন্দু বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বসিরহাটের স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির বুথ কর্মীদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার পর্যবেক্ষক ডক্টর অর্চনা মজুমদার সহ শতাধিক বিজেপি কর্মী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জালি হিন্দু বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। বলেন চাকরি দেবার নাম করে বহু মানুষের থেকে টাকা নিয়েছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তারপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন অবিলম্বে প্রতারিতদের টাকা ফেরত দিন সুকুমার। এদিন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এলাকার গরীবদের থেকে জোর করে জমি হাতানোর অভিযোগও করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারীর সভায় মোটামুটি ভিড় হয়েছিল।