
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:নীল সাদা ইউনিফর্ম পরতে অস্বীকার করে বিক্ষোভ দেখালো জলপাইগুড়ির ফনিন্দ্র দেব বিদ্যালয়ের ছাত্ররা। বৃহস্পতিবার ওই স্কুলের বেশ কিছু ছাত্র শহরের বড় পোস্ট অফিস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় । আন্দোলনরত ছাত্ররা স্লোগান দিয়ে বলে স্কুলের পোশাক স্কুলের ঐতিহ্য।তাই পোশাকের রং বদল আমরা মানবো না।এর আগেও সরকারের দেওয়া নীল সাদা পোশাক ছিঁড়ে ,প্রতিবাদ করেছিল ছাত্ররা।এদিন ফের বিক্ষোভ দেখায় তারা।ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।প্রায় আধঘন্টা অবরোধের পর পুলিসের দেওয়া আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্ররা।