
মানস চৌধুরী, দমদম: দমদম মতিশ রায় সেতু এলাকার দুধপুকুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ।পুকুরে ঐ ব্যক্তির দেহ দেখতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা খবর দেন দমদম থানায়।এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ ব্যক্তির দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, ঐ ব্যক্তির দেহের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধার হয়েছে একটি ব্যাগ। ঐ ব্যক্তির দেহ কী করে পুকুরে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।