
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর:বইদুল গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপূজা হলো দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা অঞ্চলের সবচেয়ে পুরনো । ১১৩ বছর আগে বর্তমান চৌধুরী পরিবারের প্রান পুরুষ প্রফুল্ল লাল চৌধুরী প্রথম এই পারিবারিক পুজো প্রবর্তন করে ছিলেন।তার মৃত্যুর বংশধররা এই পুজো পরিচালনা করে আসছেন।এভাবেই শতাব্দী প্রাচীন এই চৌধুরী পরিবারের বনেদী দুর্গা পুজো হয়ে আসছে বইদুলের এই গ্রামে। এই পুজো বৈষ্ণব মতে হয় , তাই মায়ের অন্ন ভোগ একমাত্র দশমীর দিন দেওয়া হলেও ষষ্ঠী থেকে নবমী মা কে লুচি সুজি ও ফলমুল ও অনান্য মিষ্টান্ন ভোগ দেওয়ার রীতিই এই বনেদী বাড়ির পুজোয় চলে আসছে বলে জানিয়েছেন বর্তমান চৌধুরী পরিবারের বড় শরিকের কর্ত্তা মৃত্যুঞ্জয় চৌধুরী ।
পাশপাশি সন্ধি পুজোর সময় শূন্যে গুলি চালিয়ে মায়ের আরাধনার রীতি এই বনেদী চৌধুরী বাড়ির পুজোর অঙ্গ বলে জানিয়েছেন পরিবারের সদস্য ভীষ্মদেব চৌধুরী।এটি একটি পারিবারিক পুজো হলেও ,চৌধুরী বাড়ির পুজো দেখতে হাজির হন কয়েক হাজার মানুষ। পুজোর কয়েকটা দিন পুণ্যার্থীদের ভিড়ে সরগরম থাকে চৌধুরী বাড়ী।