
প্রশান্ত দাস,মালদা:মালদহের তৃনমূল নেতার বাড়িতে বিস্ফোরন। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে মালদার কালিয়াচক থানার নওদার যদুপুর এলাকা। দুপুর সাড়ে এগারোটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। । মজুত বোমা ফেটে এই বিস্ফোরণ ঘটেছে বলেই অনুমান পুলিশের। বিস্ফোরণটি হয় এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সার্জেন শেখের বাড়িতে ।দীর্ঘদিন ধরে এই বাড়ির সদস্যরা এখানে থাকে না। ফলে হতাহতের কোন খবর নেই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ