
স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি থেকে সচিন তেন্ডুলকার, মহ আজহারুদ্দিন ভারতীয় ক্রিকেট তারকাদের বায়োপিক হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও আগামী বছর প্রথমদিকে মুক্তি পাবে।আয়ুষ্মান খুরানা হয়তো সৌরভের ভূমিকায় অভিনয় করবেন। এদিন বেহালায় সৌরভের অফিসে মুক্তি পেলো সাংবাদিক অর্ঘ্য প্রতাপ বন্দোপাধ্যায়ের লেখা সৌরভের উপর বই দাদা আনলিমিটেড। যা সৌরভের উপর প্রকাশ পেলো। বইমেলায় শালিধান প্রকাশনে পাওয়া যাবে। সৌরভ এদিন জানালেন ‘ভালো লাগছে। তবে আমি আমার আত্মজীবনী এখনও লিখিনি, তবে বায়োপিকের কাজ চলছে। বছরের মাঝামাঝিই শুটিং শুরু হওয়ার কথা। পরের বছর শুরুর দিকে রিজিল করবে সিনেমা। এটাও অনেকটা আত্মজীবনীর মতোই ব্যাপার। আর এখনও সময় শেষ হয়ে যায়নি। সময় আছে হাতে। খেলার পর জীবনও অনেক এগিয়েছে। আরও এগোবে। এত জিনিসে ব্যস্ত, এত কিছু করি। সময় হয়ে ওঠেনি। খেলার সময় শুধু খেলতাম। একটাই কাজ ছিল। এখন হাজার রকমের কাজ। সে সব মিটিয়ে নিশ্চয়ই একদিন লিখব।’