
সুকান্ত চট্টোপাধ্যায়,বসিরহাট : ভোট গণনার আগেই তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরে। তৃণমূল কর্মী বাপ্পা মন্ডল জানায় হঠাৎই একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাকে দোকান থেকে বের করে এনে এলোপাতাড়ি বাঁশ দিয়ে মারতে শুরু করে। হাড়োয়ার মন্ডল বিজেপি সহ-সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, একটা ঝামেলা হয়েছে শুনেছি সেটা পারিবারিক অশান্তি। ইচ্ছা করে বিজেপি দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে।