
নিজস্ব প্রতিনিধিঃ গার্ডেনরিচ কান্ডের স্মৃতি এখনও টাটকা শহর বাসির মনে। এরমধ্যেই মঙ্গলবার সকালে ফের ভেঙে পড়ল বাড়ির একাংশ। সকাল ১১ টা নাগাদ আচমকা ভেঙে পড়ে ৭ নম্বর বাড়ির একটি অংশ। মধ্য কলকাতার বউবাজার অঞ্চলের ৭ নম্বর রামকানাই অধিকারী লেনের ঘটনা। স্থানীয় বাসিদাদের অভিযোগ, দুটি বাড়ির মধ্যে একটি বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটে।ভেঙে যাওয়া বাড়িতে গাছ গুজিয়ে ছিল। বিভিন্ন অংশে গাছ পরিষ্কারের কাজ চলছিল সেই সময় এই ঘটনা।৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে ঘটনাস্থলে হাজির হন।
উল্লেখ্য, সম্প্রতি গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে দুর্ঘটনা ঘটে। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি ও করে বাম কংগ্রেস বিজেপি নেতৃত্ব। সুর চড়ান বিদ্দজনেরা। এই পরিস্থিতিতে ফের কলকাতায় ভেঙে পড়ল বাড়ির একাংশ। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা।