
নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় বৈঠকে এসে যাদবপুর ইস্যুতে রাজ্যপালের ভূমিকা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সংবাদমাধ্যমের সামনে এদিন তিনি বলেন, রাজভবন থেকে পরিস্থিতি এলোমেলো করে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে তার পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী যাদবপুর বিষয়ে মন্তব্য করছেন, কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতেই বেশি ব়্যাগিং হয়, সেখানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী কেন ব়্যাগিং আটকাতে পারলেন না!
এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী বলেন, সিসিটিভি লাগানো কর্তৃপক্ষের বিষয়। তবে রাঘবন কমিটির সুপারিশে যে বক্তব্য ছিল তা মেনে চলার কথা বলা হয়েছিল যাদবপুর সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে।
প্রসঙ্গত,পয়লা বৈশাখের দিন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় রাজ্য সরকার। এই বিষয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুর নেতৃত্বে গঠিত পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ সংক্রান্ত কমিটি সোমবার বিধানসভায় বৈঠক করে। সেই বৈঠকে এসেই যাদবপুর ইস্যুতে রাজভবনের ভূমিকা ও কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।