
শঙ্কু কর্মকার, বালুরঘাট:পবিত্র রাখি বন্ধনে সামিল হলেন সীমান্ত রক্ষা বাহিনী তথা বিএসএফ। সোমবার রাখি বন্ধনের পূণ্য তিথিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বেসরকারি বিদ্যালযের শিক্ষিকা ও ছাত্রীরা ১৩৭ ব্যাটেলিয়নের বিএসএফ সদস্যদের রাখি পরিয়ে এই উৎসব পালন করলেন। প্রসঙ্গত সারা বছর কাঁটাতারের সীমান্ত পাহারা দিয়ে আসছে কাঁটাতারের সীমান্ত রক্ষী ভাইরা ।এই পবিত্র দিনে এরা বাড়ি ঘর ছেড়ে নিজের পরিবার পরিজন ছেড়ে দেশের রক্ষায় নিজেদের কাঁটাতারের সীমান্তে নিযুক্ত করেছেন । এদিন তাদের দীর্ঘায়ু কামনা ও মঙ্গল কামনা করে মিষ্টি মুখ করানো হয়। বিএসএফ এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের বাইনোকুলার দিয়ে দেশের বর্ডার এলাকা পরিদর্শন করেন । বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় আগামীতে এইভাবেই বি এস এফের পাশে থাকবে বিদ্যালয়। এদিন উপস্থিত ছাত্র ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।