
সৌরজ্যোতি পাল, ওঙ্কার বাংলা: গরু পাচারকারী সন্দেহে আবারও সীমান্তে গুলি চালালো বি এস এফ, আহত এক বাংলাদেশি যুবক। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে দিনহাটার পঞ্চা হাজী এলাকায়।
আক্রান্ত যুবকের নাম হেলাল শেখ। যুবকের বক্তব্য অনুযায়ী গতকাল বাংলাদেশের লালমনিরহাট জেলা থেকে তিনি একাই ভারতে আসেন। সেই সময় সীমান্তে পাহারা দিচ্ছিল বিএসএফ এর জওয়ানরা। সীমানা পার হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বি এস এফের অভিযোগ, আহত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত। আহত অবস্থায় ওই যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে গরু পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আহত যুবক। তার দাবি, তিনি শ্বশুরবাড়িতে এসেছিলেন।