
ওঙ্কার ডেস্ক : দিকে দিকে দুর্নীতির অভিযোগে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন নেতার জন্য এত আবেগ, এত ভালবাসা ! আজ আলিমুদ্দিন স্ট্রিট যেই দৃশ্যের সাক্ষী থাকলো, তা বঙ্গ রাজনীতিতে আর কখনও দেখা যাবে কি না, তা হলফ করে বলতে পারছেন না কেউই.
আজ কলকাতার রাস্তা যেন বুদ্ধ-সরণি. প্রিয় নেতাকে দেখতে রাস্তায় মানুষের ঢল. বুদ্ধবাবুকে নিয়ে শববাহী গাড়ি যখন এসে পৌঁছলো, তখন তিল ধারণের জায়গা নেই সিপিএম-এর রাজ্য সদর দফতরে. দিন যত গড়ায়, ততই বাড়তে থাকে মানুষের সংখ্যা. নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ, সকলেরই মন ভার, চোখের কোণে জল.
বুদ্ধবাবুর মাথার কাছেই ঠায় দাঁড়িয়ে রইলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য. ছিলেন দীর্ঘদিনের সতীর্থ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, দেবদূত ঘোষ সকলেই.
আলিমুদ্দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পৌঁছন মন্ত্রী বাবুল সুপ্রিয়, ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া.
শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন সিপিআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা. এসেছেন বৃন্দা কারাত, প্রকাশ কারাত. শুধু কেরল বা ত্রিপুরা নয়, বিভিন্ন রাজ্যের বাম নেতৃত্ব আজ হাজির হয়েছেন আলিমুদ্দিনে. মাল্যদান করে বুদ্ধবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন সপা নেতা কিরণময় নন্দও.
লাল ফুল, লাল পতাকা দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ বিদায় জানালেন সকলে. সততার প্রতীক বলেই তিনি থেকে যাবেন সকলের মাঝে.