
সঞ্জয় মাঝি,বজ বজ: বজ বজ পৌরসভায় বহিরাগত কাউন্সিলরদের টিকিট দেওয়া হবে না। সোমবার এমনই হুশিয়ারি দেওয়া হয়েছে বাংলা পক্ষ একটি সভা মঞ্চ থেকে। । এই জনসভায় বাংলাপক্ষ কে দাবি করতে শোনা যায়,পশ্চিমবঙ্গ শুধু বাংলা মানুষের জন্য অন্য কোন মানুষের এখানে কোন স্থান নেই। এই জনসভা থেকে আরো শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল বাঙালি হকারদের উচ্ছেদ করেছেন তাদের পুনর্বাসন দেওয়া হবে। বাংলা পক্ষ সাংগাঠনিকের সম্পাদক কৌশিক মাইতি বলেন বড়বাজার, যদুবাজার ছাড়াও অন্য যেখানে উচ্ছেদ করা হয়েছে,তারা কেউ বাঙালি নয়। তিনি আরো বলেন, বাংলায় কোন বিহারী গুজরাটি মানুষের জায়গা হবে না । তাদের দাবি হিন্দু-মুসলমান নির্বিশেষে বাংলা মাটিতে শেষ কথা বলবে বাঙালি কোন বহিরাগত নয়।