
সঞ্জয় মাঝি, বজবজ : আর জি কাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এবার ৬ বছরের স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে. বজবজ দু নম্বর ব্লকের মুচিশা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় তুমুল চাঞ্চল্য. গত শুক্রবার মহাদেব বেরা নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা. ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন.
প্রসঙ্গত, বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকরা ঘটনা জানার পরে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে. শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে সরব তারা. পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নোদাখালি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় স্কুল প্রাঙ্গণে. ঘটনাস্থলে উপস্থিত হন ডিএসপি ও অ্যাডিশনাল এসপি.