
বুধবার রাতে বুকে অস্বস্তি অনুভব করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার পর ইসিজি করানো হয়। যদিও রিপোর্টে চিন্তার কিছু নেই বলে জানা গিয়েছে। এক্সরে-ও করা হয়। আজ বৃহস্পতিবার করানো হবে ‘আল্ট্রা সাউন্ড’। হসাপাতাল সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎই বুদ্ধবাবু বুকে অস্বস্তি অনুভব করেছিলেন। এর পর তাঁর ইসিজি করানো হয়। এক্সরে রিপোর্টে কিছু অংশ অস্পষ্ট। আনুমান বুকে জল জমেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। গত সোমবার তাঁর বুকের সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। তাহলে কি শেষ ৪৮ ঘণ্টায় বুকে জল জমল? সে সম্পর্কে নিশ্চিত হতে বৃহস্পতিবার তাঁর আল্ট্রা সাউন্ড করানো হবে।