
সঞ্জয় মাঝি, বজবজ : উত্তর ২৪ পরগনার পর এবার দক্ষিণ ২৪ পরগনা. বজবজ মিঠাপুকুরে এক সোনার দোকানে ফিল্মি কায়দায় ডাকাতি। জানা যায়, শুক্রবার অর্থাৎ জুম্মা নামাজের দিন দুপুর ১২:১৫ নাগাদ একটি বাইকে তিনজন এসে সোনার দোকানের মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় ৬ লক্ষ টাকার সোনা এবং রুপো নিয়ে চম্পট দেয়। শুক্রবার এলাকা ফাঁকা ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়েই এই ঘটনা ঘটায় ডাকাতরা বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছান বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীরা। স্থানীয় বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।