
সায়ন মাইতিঃ খড়্গপুর, ২১ শে জুলাই-এর সভা সেরে পুরুলিয়ার বান্দয়ানে ফেরার পথে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, আহত হয়েছেন আরও ৩৯ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের রূপনারায়ণপুরের কাছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩ জন। আহতদের তড়িঘড়ি নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিক্যালে। বাসে প্রায় ৬২ জন ছিলেন বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা।