
বিশ্বজিৎ হালদার: বৃহস্পতিবার শেষ হল অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলন। বাণিজ্যি সম্মেলন থেকে কত বিনিয়োগের প্রস্তাব এলো এটা জানার জন্য উৎসাহী থাকে রাজনৈতিক মহল থেকে শিল্প মহল। এবারের সম্মেলন থেকে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে বাণিজ্যি সম্মেলনের মঞ্চ থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গতবার বাণিজ্য সম্মেলন থেকে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল । এবারের বাণিজ্য সম্মেলনের স্বার্থকতা বোঝাতে মুখ্যমন্ত্রী বললেন,২০ পার্টনার দেশ আমাদের এই বিজিবিএসের সঙ্গে যুক্ত ছিল। আরও ২০ টি দেশের প্রতিনিধিরা এসেছেন। এটা উল্লেখযোগ্য সাফল্য। মুখ্যমন্ত্রী’ আর বলেন, গতকাল বড় বড় শিল্পপতিরা তাঁরা বিনিয়োগের কথা বলেছেন। পরেও মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলের সঙ্গে আলাদা করে কথা বলেছি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, এবারের বাণিজ্য সম্মেলনে ২১২ মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল। এই বছরে গতকাল যা বিনিয়োগ হয়েছে, তা বিপুল। মুকেশ আম্বানি নিজেই ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন বলে বলেছেন দাবি মুখ্যমন্ত্রী।অশোকনগরে ওএনজিসি-কে আমরা ১ টাকায় জমি দিয়েছি। অশোকনগরে ওএনজিসি শীঘ্রই বাণিজ্যিকভাবে তেল উত্তোলন করবে।মুখ্যমন্ত্রী বলেন,বাংলার মতো ভারতের আর কোথাও শিল্পবান্ধব পরিবেশ নেই। বাংলা ভারতের সংস্কৃতির রাজধানী।