
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এই সম্মেলন থেকে সাড়ে চার লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। একে এক্কেবারেই খাটো করে দেখছেন না তিনি। ঘোষণার আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, সবাই একটাই কথা জানার অপেক্ষায় রয়েছেন, তা হল, কত কোটি টাকার লগ্নি প্রস্তাব এল। এরপর তিনি একে এই সম্মেলনের প্রাপ্তিগুলি তুলে ধরেন। তিনি বলেন, বাণিজ্য সম্মেলনের প্রথম দিন শিল্পপতিরা যে সব অঙ্গীকার করেছেন, তা আমি এখনই হিসাবে ধরছি না। মুকেশ আম্বানি নিজেই বলেছেন, ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন। মুকেশজি ও সজ্জন জিন্দালের সঙ্গে পৃথক ভাবে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন মমতা। তিনি বলেন, সজ্জন জিন্দাল আরও একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কথা জানিয়েছেন। অন্ডাল বিমানবন্দরের ডেভেলপমেন্ট প্রোজেক্টেও তাঁদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, মোট ১৯.৫ লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব মিলেছে গত সাতটি বাণিজ্য সম্মেলনে। তার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার কাজ শেষ হয়েছে। । আরও ৬ লক্ষ কোটি বিনিয়োগের প্রক্রিয়া চলছে। এবারও বাণিজ্য সম্মেলনে প্রস্তাব এসেছে মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির। ২১২টি মৌ সাক্ষর হয়েছে। যোগ দিয়েছিল ২০টি দেশ, এসেছিলেন ৫ হাজার লগ্নিকারী।