
বিক্রমাদিত্য বিশ্বাস , রায়গঞ্জ : বুধবার সকাল থেকে চারকেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েগেছে । বিভিন্ন বুথে বুথে চালু হয়েছে ভোট গ্রহণ পর্ব। তেমনই রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে । এই কেন্দ্রে দেখা গেলো অভিনব ভোটদান। এখানে চারিদিকে নগর নদীর জল মাঝখানে ভোট কেন্দ্র । আর সেই জল পেরিয়ে নৌকা ও ভেলায় করে এসে ভোট দিতে দেখা গেলো এলাকাবাসীকে উল্লেখ্য প্রতিবছর বন্যা নিত্য সঙ্গী এই এলাকার বাসিন্দাদের। প্রত্যেকবারই ভোটের আগে নেতা নেত্রীরা আশ্বাস দেন এবার তাদের আর বর্ষায় অসুবিধার মধ্য পড়তে হবে না। কিন্তু প্রত্যেক বছর বৃষ্টিতেই নদীর জল বেড়ে যাওয়ায় অনেকেই ঘর ছাড়া হন। যে ভোটকেন্দ্রে তারা ভোট দিচ্ছেন সেখানে তাদের আসতে কাউকে হাঁটু জল কাউকে গলা জল পেরিয়ে আসতে হয়।