
নিজস্ব প্রতিনিধি: চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রাণাঘাট কেন্দ্রে ভোট চলছে । প্রতিটি আসনেই তৃণমূলের সঙ্গে লড়াই বিজেপির। বাম-কংগ্রেস লড়াইয়ে থাকলেও তারা খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। মানিকতলা তৃণমূলের জেতা আসন। রায়গঞ্জে ২০২১ সালে বিজেপি প্রার্থী জয়ী হলেও তিনি এখন দলবদল করে তৃণমূলের প্রার্থী। অন্যদিকে বাগদা রাণাঘাট দুটি আসনই ২০২১ সালে বিজেপির দখলে ছিল। বলতে গেলে এই চারটির মধ্যে ৩ টি আসনেই বিজেপির ভাল ভোট রয়েছে। বিজেপি চাইছে এই আসনগুলো ধরে রাখতে অন্যদিকে তৃণমূলের লক্ষ্য আসনগুলোতে জয় ছিনিয়ে আনা।
চার বিধানসভা এলাকাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনওরকম বিবাদ না ছড়ায়। সেদিকে নজরদ থাকছে কেন্দ্রীয় বাহিনীর। পাশাপাশি রাজ্য ও কলকাতা পুলিশও পরিস্থিতির দিকে নজর রাখছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন মোট ১০৯৭ বুথে ভোট গ্রহণ । রাজ্য পুলিশ আছে ৩৬৫০ জন । মোট সিএপিএফ ৭০ কোম্পানি। রায়গঞ্জে স্পর্শকাতর বুথ ১৪টি, রানাঘাট দক্ষিণে ৯০টি, বাগদায় ৩৯টি এবং মানিকতলায় ২১টি।