
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ আসন্ন ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে তৃণমূলের প্রার্থী মুকুটমনি অধিকারী এবং বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুর।
২০২২ সালে মৃত্যু হয় মানিকতলার বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের। সেই সময় পরাজিত বিজেপি প্রার্থী কল্যান চৌবের মামলার ফলে আটকে যায় উপনির্বাচন। পরে মামলা তুলে নেওয়ায় এই কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে। মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে।
অন্যদিকে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক চিকিৎসক মুকুটমনি অধিকারী দল বদলে তৃণমূলে যোগ দেন। তাকেই রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারের বিরুদ্ধে প্রার্থী করে তৃণমূল। নিয়ম অনুযায়ী যেহেতু উনি বিজেপির টিকিটে জেতা বিধায়ক তাই নমিনেশন জমা দেওয়ার সঙ্গে পদত্যাগ পত্র জমা দেন একইভাবে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগদান করেন তাকে রায়গঞ্জ লোকসভা থেকে প্রার্থী করে তৃণমূল। যেহেতু বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে তৃণমূলের হয়ে লোকসভায় প্রার্থী হয়েছিলেন তাই তাকেও পদত্যাগ পত্র জমা দিতে হয়। লোকসভা ভোটে পরাজিত হলেও কৃষ্ণকল্যামীতেই ভরসা রাখলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
বাগদা বিধানসভার উপ নির্বাচনে তৃণলের প্রার্থী রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর। প্রসঙ্গত মধুপর্ণা ঠাকুর মমতা বালা ঠাকুরের মেয়ে শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। মধুপর্না সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও, মতুয়া আন্দোলনে মা মমতা ঠাকুরের সঙ্গে তাঁকে দেখা গেছে। ঠাকুরনগরের ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক মধুপর্ণা। সাম্প্রতিক বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘর ফিরে পাবার জন্য অনশনে বসেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধুপর্ণা বলেন, ‘আমাদের রক্তেই রাজনীতি. আবারও লড়াই করার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ’. পাশাপাশি, মতুয়া সমাজের উন্নয়নই মূল লক্ষ বলে জানালেন তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণকল্যানীও। কংগ্রেস, সহ বিরোধীরা এখনও উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি। আসন্ন ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এখন কে কটা আসন পায় সেটাই দেখার।