
নিজস্ব প্রতিনিধিঃ কয়েক মাস আগেই যাত্রী সাথী অ্যাপ চালু করেছে রাজ্য পরিবহণ দফতর। যার মাধ্যমে মিলছে, অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা। এবার সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। পরিবহণ দফতর সূত্রে খবর, তিন কিলোমিটারের বেশি দূরত্ব গেলে এই অ্যাপে বাইক বুকিং করা যাবে।
প্রথমে শহর কলকাতার পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু হবে। তার পর ধীরে ধীরে প্রকল্পে সাফল্য এলে রাজ্যের অন্যান্য জেলাতেও সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করবে পরিবহণ দফতর। প্রথম পর্যায়ে এই পরিষেবা চালু হবে শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন, এবং বিমানবন্দর এলাকাতে।