
অমিত দাস,কলকাতা : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে গঠিত সিটই তদন্ত করবে পুর নিয়োগ দুর্নীতির, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। পুর নিয়োগ দুর্নীতির তদন্তকারী আধিকারিক সুনীল সিং রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করল আদালত। আদালতের নজরদারিতেই এবার থেকে হবে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত, নির্দেশ বিচারপতির অমৃতা সিনহার।
পাশাপাশি এদিন লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। তদন্তের গতি নিয়ে এদিন ইডিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী ফিরদৌস শামিম মঙ্গলবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাত্র একবার তলব করেছে ইডি। এর পরিপ্রেক্ষিতে ইডির আইনজীবী জানান, অভিষেক এই মামলা থেকে নিষ্কৃতি পেতে মামলা করেছেন। ওই মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা বাকি। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। বিচারপতি সিনহার মন্তব্য, “কড়া পদক্ষেপ নয় মানে কি? তার মানে কি তদন্ত বন্ধ করে দেবেন? সুজয়কৃষ্ণ গ্রেফতার হলে কোম্পানির সিইও-র বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি হয়েছে? কেন আপনারা আবার তলব করতে পারছেন না? ইডির আইনজীবী জানান, তদন্তের প্রয়োজনে আবার অভিষেককে তলব করা হবে।
বিচারপতি সিনহার মন্তব্য, এত দিন ধরে মামলা বিচারাধীন রয়েছে। তদন্তের প্রয়োজনে এর আগে কেন তলব করেননি?
প্রসঙ্গত,২৩ অগস্ট ইডির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী লিপস এন্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর সুজয়কৃষ্ণ ভদ্র। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ওই কোম্পানির সিইও হিসেবে উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কোম্পানি মারফত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।এই মামলায় আগামী ১৪ ই সেপ্টেম্বরের মধ্যে ইডির থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা।