
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: রাজ্যের আপত্তি ধোপে টিকল না। রাজ্যের আপত্তি পাশ কাটিয়ে চিকিৎসকদের ধর্মতলায় ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোট। ধর্মতলায় মেট্রো চ্যানলে ধর্নায় বসতে পারবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সংগঠন। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। আদালত জানিয়েছে, ধর্মতলায় ডোরিনা ক্রসিং থেকে অন্তত পক্ষে ৫০ ফুট ছেড়ে ধর্নায় বসতে পারবেন চিকিৎসকরা। এক সঙ্গে ২০০–২৫০০ জনের বেশি মানুষ জমায়েত করতে পারবে না। ৪০ ফুট লম্বা ও ২৩ ফুট চওড়া মঞ্চ তৈরি করতে পারবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোট। ধর্না চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার মৌখিক ভাবে ধর্মতলায় চিকিৎসকদের ধর্নার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোট। তবে শুক্রবার সকালে আবার আপত্তি তোলে রাজ্য।এক্ষেত্রে রাজ্যের যুক্তি ২৪-২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধর্মতলা এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। এখানে ধর্না মঞ্চ তৈরি হলে সমস্যায় পরবেন পথ চলতি মানুষ। বিকল্প হিসাবে ওয়াই চ্যানলে মঞ্চ করার প্রস্তাব দিয়েছিল রাজ্য। রাজ্যের আইনজীবী দাবি করেন, ২৪ ও ২৫ ডিসেম্বর ধর্না বাদ দিলে ভালো হয়।রাজ্যের আপত্তি উড়িয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন ধর্নায় বসতে পারবেন চিকিৎসকরা। আদালতের নির্দেশে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নার বসে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সংগঠন।