
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল ও কলেজ থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে এদিনই কোনো সিদ্ধান্ত নিল না হাই কোর্ট। কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই সংখ্যা রাজ্য ও কেন্দ্রকে জানাতে হবে। ১৮ জুন মামলার পরবর্তী শুনানি। সেদিন কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা নিয়ে রাজ্যের কি অবস্থান তা নিয়েও রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
তারপরই সিদ্ধান্ত গ্রহণ করবে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
মামলায় আবেদন ছিল,
লোকসভা নির্বাচনের পরেও ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ১০ জুন স্কুলগুলোতে শেষ হয়ে গেছে। প্রতিষ্ঠান গুলির ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। যেটা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে এর পরিপন্থী।
কেন্দ্রের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে সেটা নির্ধারিত করে রাজ্য। তাঁদের অবস্থান থেকে নিয়ন্ত্রণ সব তাই প্রশাসনিক ভাবে। বর্তমানে ৪০০ কোম্পানির মধ্যে ২৫১ কোম্পানি ভিন্ন স্কুল কলেজ আছে। কিন্তু রাজ্য, কেন্দ্র বা আবেদনকারী কেউই কত স্কুলে আছে সেই সংখ্যা জানাতে পারেনি।