
নভেম্বরের প্রথম সপ্তাহে, নতুন তিন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। তিন জনই অন্য তিন হাইকোর্ট থেকে বদলি হয়ে আসছেন কলকাতায়। জানা গিয়েছে, ২ নভেম্বর তাঁরা শপথ নেবেন। এই তিন জন হলেন, পাটনা হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সূর্য প্রকাশ কেশওয়ানি এবং মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এমভি মুরলীধর। প্রসঙ্গত, বিচারপতি এমভি মুরলীধর মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি উপজাতি স্বীকৃতির রায় দিয়ে সুপ্রিম কোর্টে প্রবল সমালোচিত হয়েছেন। সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতা থেকে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় বদলি হয়ে যাচ্ছেন পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে। ফলে কলকাতা হাইকোর্টে বর্তমানে ৫২ জন বিচারপতি বেড়ে সংখ্যাটা ৫৪ হতে চলেছে। যদিও কলকাতা হাইকোর্টে থাকার কথা ৭২ জন বিচারপতির।