
অমিত দাস,কলকাতা : নিয়োগ দুর্নীতি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষ্কৃতির মামলার রায় দান স্থগিত। শনিবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ১৬ টি ফাইল কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ইডির আধিকারিক মিথিলেশ মিশ্র এবং কলকাতা পুলিশের সাইবার শাখার অফিসার অমিতাভ সিনহা রায়ের উপস্থিতিতে 16টি ফাইল ডাউনলোড করা হবে। এরপর বিশেষজ্ঞ রিপোর্ট দেবেন। 16টি ফাইল দেখার পর আদালত বিবেচনা করবে এই আবেদন গ্রহণ করা হবে কিনা, জানান বিচারপতি। এই রিপোর্টের উপরই নিয়োগ দুর্নীতি মামলার রায় নির্ভর করবে। প্রসঙ্গত,বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। একটি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কিভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। এদিন ইডির আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন,কি হচ্ছে বলতে পারেন? এই মামলায় টাকা উদ্ধার হয়েছে। তার পরেও চার্জ ফ্রেমে বাধা কোথায়? এ প্রসঙ্গেই ইডির আইনজীবী জানান,অভিযুক্তরা বাধা দিচ্ছে। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলা শুনানিতে হস্তক্ষেপ করা হবে না বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।