
অমিত কুমার দাস, কলকাতা : মারধর করে স্ত্রীকে জোর করে বিষ খাইয়ে খুনের অভিযোগে দেহের দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে স্বামী। পটাশপুরের এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েও কাজ হয় নি। অভিযুক্তদের নাম জানানোর পরেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ, অভিযোগ স্বামীর। শুক্রবার বিচারপতি বিভাস পটনায়কের এজলাসে শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, বেশকিছুদিন আগে অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মহিলাকে মারধর করে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগে তপ্ত হয়ে ওঠে পটাশপুর. এরপর একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ওই মহিলার। বধূকে কীটনাশক খাইয়ে মারার অভিযোগ। জানা গেছে, কর্মসূত্রে বাইরে থাকতেন তাঁর স্বামী. সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামেরই এক ব্যক্তি গত শনিবার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে। অভিযোগ, ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টাও করা হয়। খবর চাউর হতেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়। এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ মৃতার স্বামী.