‘কেস ডাইরিতে ভয়ঙ্কর তথ্য পাচ্ছি,বিশল্যকরণী খু্জে আনব’, সিবিআইকে দুষে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
নিজস্ব প্রতিনিধি: ফের হাইকোর্টে সমালোচনার মুখে সিবিআই। নিয়োগ দূর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত কারি সংস্থাকে ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৪ অক্টোবর দুপুর ২টোয় সিবিআইয়ের ডিরেক্টর প্রবীন সুদকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিলেন।
সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে, এই মন্তব্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও সংযোজন, কেস ডায়েরিতে ভয়ংকর কিছু তথ্য পাচ্ছি, বিশল্যকরণী খুজে আনব। সিবিআইকে ভর্ৎসনা করে তাঁর মন্তব্য এই মামলায় আর কোনও আধিকারিকের প্রয়োজন নেই প্রধানমন্ত্রীকে প্রয়োজন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, সিবিআইয়ের আচরণ খুবই টিলেঢালা। কোর্টের নির্দেশে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার হয়েছে। সিবিআই নিজে কেন গ্রেফতার করেনি?