
নিজস্ব প্রতিনিধিঃ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটকে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চেয়ারম্যানের প্যানেল না প্রকাশ করে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন সিএসসি চেয়ারম্যান দীপককুমার কর। শুক্রবার সেই মামলা শুনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আইনজীবী মারফত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানানোর পরেই বিচারপতি বিধাননগর কমিশনারেটকে নির্দেশ দেন, চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে হাজির করাতে হবে। রাত সাড়ে আটটার মধ্যে দীপককুমার করকে হাই কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।