অমিত কুমার দাস, কলকাতাঃ আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমবায় সমিতির মামলায় স্বস্তি রাজ্য সরকারের। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। রাজ্যের ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। তবে সিবিআই-ইডি তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।
আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা ৫০ কোটি টাকার দুর্নীতি মামলায় রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দুর্নীতিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনাও করেছিলেন তিনি। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। গত ২৪ অগাস্ট বিচারপতি গঙ্গোপাধ্যায় এই দুর্নীতি তদন্তে সিবিআই ও ইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, সিআইডি এখনও তদন্ত সংক্রান্ত কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি। গত শুক্রবার এই মামলার শুনানিতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। এরপরই রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর আংশিক স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেও সিবিআই-ইডি তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চে।