
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আথির্ক তছরুপের মামলায় গ্রেফতারি এড়াতে বাড়ি ছাড়া বাগনানের একই পরিবারের ১১ জন সদস্য।এদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছিল। শুক্রবার এঁদের ভোটাধিকার প্রয়োগের অধিকারে বাড়ি ফেরার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।একদিনের জন্যই ভোট দিতে তারা বাড়ি ফিরবে। স্থানীয় থানায় মুচলেখা দিতে হবে কোনও অশান্তি করবে না। তাঁদের গ্রেফতার করতে পারবে না পুলিশ। আবেদনকারির আইনজীবী সন্দীপন দাস জানান, বাগনান ২ নং ব্লকের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েত তৎকালীন তৃণমূলের মেম্বার ছিলেন শেখ আনোয়ার। পরে দল বদলে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয় বাগনান থানায়। ওয়ারেন্টও ইস্যু হয়। দু বছর থেকে ঘর ছাড়া।