
অমিত দাস, কলকাতাঃ শর্ত সাপেক্ষে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের জাগরণ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। ৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে বিভিন্ন জেলা থেকে সর্বোচ্চ ২০ টি বাইক ও তিনটে ট্রাকে ট্যাবলো সাজিয়ে মিছিল বা যাত্রা করতে পারবে। সর্বোচ্চ ২০০ জনের বেশি লোক কোনো মিছিলে থাকবে না, জানিয়ে দিল আদালত।
বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি নির্দেশ দেন, শান্তিপূর্ণ ভাবে মিছিল যাবে। শব্দ বিধি মেনে মাইক বাজানো যাবে মিছিলে। কোনও রকম উস্কানিমূলক স্লোগান দেওয়া যাবে না। কোনো ভাবে জাতীয় বা রাজ্য সড়কের অর্ধেক জুড়ে মিছিল যাচ্ছে, এমন করা যাবে না।
আদালতের নির্দেশ, ৮ অক্টোবর, রবিবার রাণী রাসমণি মোড়ে সভায় দু হাজারের বেশি লোকের জমায়েত হবে না।উত্তরবঙ্গের চারটে জেলা থেকে একইভাবে মিছিল আসবে কলকাতায়। প্রতি জেলায় পর্যাপ্ত পুলিশের ব্যাবস্থা রাখতে হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন।
প্রতি জেলার এসপি অথবা কমিশনারদের মিছিলের ওপর নজরদারি রাখতে হবে। আদালত আর নির্দেশ দেয়, প্রয়োজনে রুট পরিবর্তন করতে হলে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে করতে হবে। কলকাতার মিছিলে চারটে ম্যাটাডোর, ৩০ টা বাইক, ১০ টা ট্রাক নিয়ে মিছিল করা যাবে।