
অমিত কুমার দাস, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে রাজ্যপালের সাক্ষাৎ না পেয়ে, রাজভবন গেটের বাইরে ধর্নায় বসেছিল তৃনমূল। যার নেতৃত্ব দিতে দেখা গিয়েছে দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও, তৃনমূলের ধর্না কর্মসূচি কীভাবে চলছে সেই নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যপাল। এবিষয়ে নবান্নের কাছে জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজভবন। এবার তৃনমূলের ধর্না কর্মসূচি নিয়ে জল গড়াল কলকাতা হাইকোর্টে।
একাধিক দাবিদাওয়ার নিয়ে নবমহাকরণের সামনে ধর্না করতে চেয়ে পুলিশের কাছে আবেদন দিয়েছিল পশ্চিমবঙ্গ শ্রম বিভাগের স্ব-নিযুক্ত কল্যাণ সমিতি। কিন্তু ধর্না কর্মসূচিতে অনুমতি মেলেনি। এবার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় স্ব-নিযুক্ত কল্যাণ সমিতি। সোমবার মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন রাজভবনের সামনে ধর্না কর্মসূচি চললে নবমহাকরণে ধর্না নয় কেন? ওই জায়গায় কর্মসূচিতে আপত্তি কোথায় সে বিষয়ে জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৬ আক্টোবর।