
অমিত কুমার দাস, কলকাতাঃ পঞ্চায়েত বোর্ড গঠনের আগে লাগাতার হুমকি দিচ্ছে শাসক দল, মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে প্রতিদিন, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপিপ্রার্থীরা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইলেন আদালতের কাছে। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটির শুনানি হবে।
নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭ টি পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীরা বোর্ড গঠনে যাতে হাজির থাকতে না পারেন তাই কাউকে পুরনো মামলা পুলিশ তলব করছে, কোথাও রাজ্যের শাসক দল জয়ীদের নিজেদের এলাকায় ঢুকতে দিচ্ছে না বলে অযিযোগ। বুধবার নন্দীগ্রামে একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার কথা। তার আগেই আদালতের দ্বারস্থ হয় জয়ী বিজেপিপ্রার্থীরা। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি হবে বলে জানা গিয়েছে।