
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:সন্দেশখালিতে নিম্ন আদালতে জামিন চাইতে গিয়ে নিম্ন আদালতের নির্দেশে জেলে যাওয়া বিজেপি নেত্রী মাম্পি দাস ওরফে পিয়ালি মামলা করলেন হাইকোর্টে।
তার আইনজীবীর অভিযোগ, প্রথমে সব জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জামিন চাইতে গেলে পুলিশ শেষ মুহূর্তে জামিন আযোগ্য ধারা যুক্ত করে। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।
এদিকে, সন্দেশ খালির বিজেপি প্রার্থী রেখা পাত্র তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ রেখা পাত্র। পৃথক আবেদনে তার আইনজীবীর দাবি, তার বিরুদ্ধে এমন কত মামলা আছে তার তালিকা দিক পুলিশ। একইসঙ্গে, তিনি নিরাপত্তার আবেদন করেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানি।