
ত্রয়ণ চক্রবর্ত্তী: হাঁদা-ভোঁদা হোক বা বাঁটুল। কিংবা টম অ্যান্ড জেরিতে মাতে নি এমন মানুষ বিরল। তবে এই গল্প অস্বীকৃত এক কার্টুনিস্টের। ৩০ বছর ধরে নিজের কার্টুনিস্ট সত্তাকে ধরে রেখেছেন টালিগঞ্জ মেট্রো স্টেশনের পাশে কফির দোকান চালিয়েও। ফচকে তরুন হোক বা বেরসিক বৃদ্ধ, কার্টুনে মজে নি এমন লোক পাওয়া বিরল শুধু নয় বিরলতম। দৈনন্দিন গতে বাঁধা জীবনের ক্লান্তি সরাতে কার্টুন জেনো ঠান্ডা বাতাস। এখন যার কথা বলবো তিনিও কার্টুনিস্ট। তবে সমাজ তাঁকে সে স্বীকৃতি দেয় নি। তবে শিল্পী বাঁচে তো তাঁর সৃষ্টিতে ফলে বাঁধা অতিক্রম করেই নিজের শিল্পীসত্তাকে বজায় রেখেছেন শ্যামাপ্রসাদ দে। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের বাইরে তার ছোট্ট কফির দোকান। করোনা মহামারীর আগে এই দোকানেই তিনি খবরের কাগজ এবং বই বিক্রি করতেন। তারপর কফি বিক্রি করেন। অবসরে চলে কার্টুন আঁকার কাজ। কফির কাপে সাদা পাতায় নীল আর কালো পেনে তৈরি করেন সৃষ্টি। তার এই কাজে সব থেকে সহয়তা করেছেন তার মেয়ে। তথাকথিত সামাজিক স্বীকৃতি হয় তো পান নি শ্যামাপ্রসাদ বাবু,কিন্তু শহরবাসীর কাছে কার্টুনিস্ট হিসেবে মন জয় করে নিয়েছেন তিনি।