
ওঙ্কার বাংলা ডেস্ক: তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় এবার নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিলোত্তমার মা-বাবা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তে অনাস্থা প্রকাশ করে নতুন করে তদন্ত চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন তাঁরা। বৃহস্পতিবার মামলা দায়ের করেন তিলোত্তমার মা-বাবা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। আর যে গতিতে তদন্ত চলছে তাতে আর তাঁদের আস্থা নেই। ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আদালত যদি হস্তক্ষেপ না করে তাহলে তাঁদের মেয়ের উপর নির্যাতন ও খুনের ঘটনায় বিচার মিলবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
উল্লেখ্য আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছিল অভিযুক্ত সঞ্জয় রাইকে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সসংস্থা সিবিআই এর হাতে। সিবিআই আধিকারিকরা এই ঘটনায় সরকারি কর্তব্যে গাফিলতি, প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। যদিও সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট না দিতে পারায় জামিন হয়ে গিয়েছে সন্দীপ ও অভিজিতের। অভিজিত জেল থেকে ছাড়া পেলেও জেলমুক্তি হয়নি সন্দীপের। কারণ আরজি করে ব্যাপক আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই পৃথক মামলায় সিবিআই এর হাতে গ্রেফতারও হন সন্দীপ।
ভিডিও দেখুন-