
গোপাল শীল,ডায়মন্ড হারবার: দীর্ঘ চার ঘন্টা মিরা হালদারের বাড়িতে তল্লাশির পর বেরিয়ে আসেন সিবিআই এর চার আধিকারিক। কয়েকটি নথি ছাড়া আর কিছুই নেয়নি সিবিআই। তাকে কোন রকম জিঙ্গাসাবাদ ও করা হয়নি বলে জানিয়েছেন হাবড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদার। তিনি আরও বলেন যে কোন ধরনের অন্যায় তিনি করেননি । নিয়োগ করা হয়েছে স্বচ্ছ ভাবে ।তাই তিনি সিবিআইয়ের তল্লাশি নিয়ে চিন্তিত নন।উল্লেখ্য পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবারের পর সোমবারও চার জেলার নয়টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই।সেই মতো সোমবার সকাল নটা নাগাদ তল্লাশি শুরু হয় ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদারের বাড়িতেও।