
নিজস্ব প্রতিনিধি: ইডির পর এবার তৎপর সিবিআই।রবিবার একাধিক পুরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানদের বাড়িতে সিবিআই হানা। রবিবার কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুদামা রায়ের বাড়িতে সিবিআই হানা। সুদামা রায়ের বাড়ি সহ গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তায়। অপরদিকে হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়ের বাড়িতেও এদিন সিবিআই আধিকারিকরা আসেন। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই হানা বলে সূত্রের খবর। পাশাপাশি নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃপ্তি মজুমদার,কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা,টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান চালায় রবিবার।প্রসঙ্গত,এদিন কমারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়ি ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও হানা দেয় সিবিআই। উল্লেখ্য, গত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। টানা ১৯ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একইদিনে কামারহাটি,টিটাগর, বরাহনগর পৌরসভার প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। প্রসঙ্গত,শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলে ইডি, সিবিআই। সেই দুর্নীতির তদন্তেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশি অভিযান বলে জানা গেছে।